দৌলতপুর প্রতিনিধি ॥
কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারি চালিত অবৈধ পাখি ভ্যানের ধাক্কায় জিশা আক্তার (০৬) নামে এক শিশু নিহত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর ) দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার বৈরাগীরচর কারিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিশা আক্তার বৈরাগীচর কারিপাড়া গ্রামের রিয়াজ সরদারের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশু জিশা আক্তার বাড়ির সাথে পার্শ্ববর্তী স্কুল থেকে ফেরার পথে রাস্তায় একটি পাখিভ্যান তাকে ধাক্কা দিলে শিশুটি মারাত্মক যখন হয়। স্থানীয় অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে শিশুটির মৃত্যু হয়।
দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবার কোন অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে নাই অভিযোগ পেলে আইরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।