Friday , April 19 2024
You are here: Home / বিদেশ / ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ
ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে ইমরান খানের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানের রাস্তা দখলে নিয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, পিটিআই সমর্থকরা খাইবার-পাখতুনখোয়ার (কে-পি) পেশোয়ার টোল প্লাজায় জড়ো হতে শুরু করেছে। সেখানে তারা বিক্ষোভ করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাওয়ালপিন্ডির চকবেলি মোড় থেকে জিটি রোড অবরুদ্ধ করা হয়েছে। মূলত পিটিআই প্রধানকে হত্যা চেষ্টার বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে।

বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করছে। অবরোধের ফলে রাস্তার দুপাশের যাত্রীরা সমস্যায় পড়ছেন।

পিটিআই কর্মীরা রাওয়ালপিন্ডির আল্লামা ইকবাল পার্কের বাইরেও জড়ো হতে শুরু করেছে। পার্টির এমএনএ আলী নওয়াজ ও খুররম নওয়াজ সেখানে উপস্থিত রয়েছেন।

পিটিআই জানিয়েছে, অন্যান্য স্থানের পাশাপাশি করাচির ইনসাফ হাউজের বাইরে বিক্ষোভের জন্য মানুষ জড়ো হতে শুরু করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পূর্বাঞ্চলে চলমান লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এতে ইমরান খানসহ আরও ৭ জন আহত হয়েছেন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!