Wednesday , March 19 2025
You are here: Home / খুলনা ও বরিশাল / কুমারখালীতে উৎপাদন খরচ কমাতে কৃষি যন্ত্রপাতি বিতরণ
কুমারখালীতে উৎপাদন খরচ কমাতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কুমারখালীতে উৎপাদন খরচ কমাতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষিকাজে যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কম্বাইন্ড হার্ভেস্টার ও রিপার যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে যন্ত্রপাতি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জুসহ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, ২০২২ -২০২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কর্মসূচির আওতায় কৃষিকাজে যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে শাহ মো. আব্দুর রউফ নামের একজন কৃষককে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের কম্বাইন্ড হার্ভেস্টার ১৯ লক্ষ ১৫ হাজার টাকায় এবং জিল্লুর রহমান নামের আরেকজন কৃষককে দুই লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ধান কাটা রিপার এক লক্ষ ৪০ হাজার টাকায় প্রদান করা হয়।

 

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!