বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে আগত দর্শনার্থীদের সেবা নিশ্চিত করতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেক হোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কাস্টোডিয়ানের কার্যালয় আয়োজনে বৃহস্পতিবার বিকেলে কুঠিবাড়ির সেমিনার কক্ষে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম।
শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম, কুমারখালী থানা পুলিশের উপ-পরিদর্শক অপূর্ব কুমার, সাংবাদিক হাবীব চৌহান, মিজানুর রহমান নয়ন।
এসময় অন্যান্যদের মধ্যে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, পুলিশ ও ট্যুরিস্ট সদস্য, কাস্টোডিয়ান কার্যালের কর্মচারী, কুঠিবাড়ি এলাকার ব্যবসায়ী, চালকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।