কুষ্টিয়া বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে কুষ্টিয়ায় শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগরের সভাপতিত্বে আব্দুর রাজ্জাক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতিদ্বয় গাজী মাহবুব রহমান ও মুকুল খসরু, প্রবীণ সাংবাদিক খাদেমুল ইসলাম ও চৌধুরী মুর্শেদ আলম মধু, সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকি, এডিটরস্ ফোরামের সভাপতি মজিবুল শেখ ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। কোরআন তেলওয়াত করেন দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার সম্পাদক হাজী মো. আক্তার হোসেন ফিরোজ।
ডেইলি অবজারভার প্রতিনিধি সিরাজ প্রামানিক, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, প্রথম আলোর প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু, সমকাল প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা, স্থানীয় দৈনিক মাটির ডাকের সম্পাদক লুৎফর রহমান কুমার, বাংলা টিভি প্রতিনিধি এম. লিটনউজ্জামান, বাংলাভিশন প্রতিনিধি হাসান আলী, চ্যানেল ২৪’ প্রতিনিধি শরীফ বিশ্বাস, যুগান্তর প্রতিনিধি এম জুয়াবেদ রিপন, বৈশাখী টিভির প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, স্থানীয় দৈনিকের সম্পাদক মিরাজ হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত, ইবি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাকিব, অনলাইন অর্থ সংবাদ প্রতিনিধি সাকিব আসলামসহ অনেকে।