মেহেরপুরের মুজিবনগর উপজেলায় হেলাল হোসেন (২৮) নামের অনলাইন জুয়ার এক এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। হেলাল উপজেলার মহাজনপুর গ্রামের খানপাড়া এলাকার জাকের আলীর ছেলে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি হেলাল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে হেলালের বাড়িতে অভিযান চালায়। গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতে নেওয়া হয়। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওসি আরও বলেন, হেলাল অনলাইন জুয়ার এজেন্ট। তার কাছ থেকে পাওয়া সাতটি মোবাইলে অনলাইন জুয়ার কয়েক লাখ টাকা লেনদেনের তথ্য খুঁজে পায় পুলিশ। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।