মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ডলার পাচারের সময় রুবেল হোসেন (২৯) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রুবেল হোসেন সদর উপজেলার খালপাড়ার চাঁদ আলীর ছেলে। এ সময় তার কাছে থাকা ব্যাগে ৪০ লাখ টাকার ডলার, নগদ ১৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন অধিনায়ক শাহ মো. ইসতিয়াক জানান, এ ঘটনায় মামলা দিয়ে আসামিকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।