জিয়ারত জুয়েল
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা যুগ যুগ ধরে পালিত হচ্ছে। পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয় পৌষ মাসের শেষের দিন এবং মাঘ মাস প্রারম্ভের পূর্বে আর এরই ধারাবাহিকতায় সারা দেশের বিভিন্ন স্থানের ন্যায় প্রতিবছরের মতো এবারও টাঙ্গাইলের বাসাইলে পৌষ মাসের শেষের দিন পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হলেও বাংলার ঐতিহ্যে পরিনত হয়েছে তারিই ধারাবাহিকতায় এখানে বিভিন্ন ধর্মের লোকেরাও অংশগ্রহন করে।
রোববার (১৫ জানুয়ারি) দিনব্যাপী বাসাইল উপজেলার সদর ইউনিয়নের বাসুলিয়া খ্যাত চাপড়াবিলের সৌন্দর্যের রানি শত বছরের সিদ্ধেশ্বরী হিজল গাছের আঙ্গিনায় পালিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা।প্বার্শবর্তী এলাকা ও দূরদূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী এবং হাজারো দর্শনার্থী-ভ্রমনপিয়াসীদের ভিড়ে মিলন মেলায় পরিণত হয় পৌষ সংক্রান্ত মেলাটি।
গ্রামীন জনপদের এই মেলায় বিভিন্ন খেলাধুলা সামগ্রীর দোকান ছাড়াও বসে বাতাসা, মিষ্টান্নের দোকান, ভাজা পেয়াজো, চানাচুর, বাদাম, চটপটির দোকান, মাটির তৈজষপত্র, বাঁশ বেতের তৈজষপত্র,শীত বস্ত্রের দোকান সহ অন্যান্য নানা রকমের দোকান।মেলায় আসা ক্রেতারা কিনে নিয়ে যায় তাদের প্রয়োজনীয় দ্রব্য ও বিভিন্ন তৈজষপত্র।