Wednesday , March 19 2025
You are here: Home / ক্যাম্পাস / ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ ফেব্রুয়ারি
ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ ফেব্রুয়ারি

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ ফেব্রুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ফাঁকা আসন রয়েছে এখনো ৩০৪টি। প্রথম থেকে সপ্তম মেধাতালিকার শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। যা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (৩০ জানুয়ারি) বিষয়টি ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার গণবিজ্ঞপ্তির সম্ভাবনা খুবই কম। ফাঁকা আসন পূরণের লক্ষ্যে শিগগিরই পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে। এ মেধাতালিকায় দূরবর্তী সিরিয়ালে থাকা শিক্ষার্থীরাও সাক্ষাৎকারের সুযোগ পাবেন। যেসব শিক্ষার্থী সশরীরে উপস্থিত থাকবে, তাদের মেধাতালিকা অনুযায়ী সাবজেক্ট দেওয়া হবে।

আইসিটি সেল সূত্রে জানা যায়, তিন ইউনিটে ১ হাজার ৯৯০ আসনের বিপরীতে এখনো ৩০৪টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৪৫টি, ‘বি’ ইউনিটে ৩৮টি এবং ‘সি’ ইউনিটে ২১টি আসন ফাঁকা রয়েছে। তবে ইতোমধ্যে যেসব শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির বিষয়ে নিশ্চিত করেছেন, তাদের মধ্যে যদি কেউ ভর্তি না হয় তাহলে ফাঁকা আসনের সংখ্যা বাড়বে।

 

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!