ঝিনাইদহের কালীগঞ্জে বসত ঘরে আগুন লেগে রাবেয়া বেগম নামে ৯৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত তিনটার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম ওই গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রাতে ওই বৃদ্ধা ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার ঘরে আগুন লাগে। এতে তার বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে সবাই টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য ইশারত আলী মন্ডল জানান, ঘটনার রাতে কখন কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। তারা টের পেয়ে সেখানে গিয়ে দেখেন সম্পূর্ণ ঘর পুড়ে গেছে। একই সঙ্গে বৃদ্ধা রাবেয়া বেগমও পুড়ে প্রায় কয়লা হয়ে গেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ৯৯৯ এ ফোন করে আমাদের সহযোগিতা চাওয়া হয়। এরপর রাতেই সেখানে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, তিনি সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন। বৃদ্ধা রাতে একাই ঘরে ঘুমাতেন। আগুন লাগার পর বের হতে না পারায় তার দেহ পুড়ে কয়লা হয়ে গেছে। তাদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।