Wednesday , March 19 2025
You are here: Home / পর্যটন / ট্রেনের চেইন কখন টানলে জরিমানা দিতে হয়?
ট্রেনের চেইন কখন টানলে জরিমানা দিতে হয়?

ট্রেনের চেইন কখন টানলে জরিমানা দিতে হয়?

তবে অনেক যাত্রীই এই চেইনের অপব্যবহার করেন ও না জেনে বুঝেই চলন্ত ট্রেনের অ্যালার্ম চেইন ধরে টান দেন।

 

 

বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ সরকারকে জরিমানা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি এখন যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে জরিমানা দিতে হয় ২০০ টাকা।

রেল কর্তৃপক্ষদের মতে, একশ্রেণির মানুষ শুধু দেখার জন্য চেইন টানেন যে এটা টানলে ট্রেন আসলেই থামে কি না বা টানলে কী হয়, তা দেখার জন্য।

কেউ কেউ ট্রেন থামিয়ে হাসিমুখে জরিমানাও দেন। তবে এ ধরনের অপরাধমূলক কাজ করা থেকে সবারই সতর্ক হওয়া জরুরি। কারণ ট্রেন থামাতে গিয়েও দুর্ঘটনা ঘটতে পারে।

কীভাবে একটি চেইন টেনে ধরলে ট্রেন থেমে যায়। আসলে ওই চেইন ট্রেনের প্রধান ব্রেক পাইপের সঙ্গে সংযুক্ত থাকে। এই পাইপের মধ্যে বায়ুচাপ তৈরি হয়।

তবে চেইন টানলে বাতাস বেরিয়ে যায়। বাতাসের চাপ কমে যাওয়ার কারণে ট্রেনের গতিও কমে যায়, এরপর পাইলট তিনবার হর্ন বাজিয়ে ট্রেন থামায়।

 

যদি ফ্ল্যাসার না লাগানো থাকে, তাহলে ট্রেনের গার্ডকে গিয়ে দেখতে হবে ট্রেনের কোন বগিতে ভাল্ব সরানো হয়েছে। এমতাবস্থায় রেলওয়ে পুলিশ কোনো কারণ ছাড়াই যারা চেইন পুলিং করে তাদের গ্রেফতার করে।

কখন ও কোন পরিস্থিতিতে চেইন টানতে পারবেন?

>> ৬০ বছরের বেশি বয়সী যাত্রী বা শিশুকে পেছনে ফেলে ট্রেন চলতে শুরু করলে।
>> ট্রেনে আগুন লাগলে।
>> বৃদ্ধ বা অক্ষম ব্যক্তির ট্রেনে উঠতে সময় লাগছে, তার মধ্যেই ট্রেন চলতে শুরু করলে।
>> হঠাৎ বগিতে (স্ট্রোক বা হার্ট অ্যাটাক) কারও স্বাস্থ্যের অবনতি হলে।
>> ট্রেনে চুরি বা ডাকাতি হলে।

চেইন টানলে কী ট্রেনের কোনো ক্ষতি হয়?

ট্রেনের সর্বোচ্চ গতিতে থাকাকালীন যদি চেইন টানা হয় তাহলে ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া হঠাৎ করেই ট্রেন থামানোর কারণে বেশ খানিকটা সময়ও অপচয় হয়।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!