বিনোদন প্রতিবেদক:
এভাবে নাচে-গানে অভিনেতা সজলকে সচরাচর পাওয়া যায় না। বরং টিভি নাটকের সিরিয়াস সব চরিত্রের দিকে তার ঝোঁক ইদানীং।
হাজির হলেন মিউজিক ভিডিওর নায়ক হয়ে, সঙ্গে ‘গোলাপি’! যাতে সজলের নায়িকা হিসেবে গ্ল্যামারাস অবতারে দেখা গেছে মারিয়া মিমকে।
৯ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো ইস্তি ফিচারিং জুভের গানচিত্রটি। এটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত। ফ্লাই ফারুকের কোরিওগ্রাফিতে সজল-মারিয়ার রসায়ন জমে উঠেছে এতে।
ভিডিও নির্মাতা ইভান মনোয়ার বলেন, ‘প্রকাশের পর ভিডিওটি দর্শকরা এনজয় করছে খুব। আইটেম নাম্বার ও পার্টি সংয়ের মিশেলে করেছি কাজটি।’
মিম বলেন, ‘ভিডিওটি আমার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে। এর মাধ্যমে আমার ফ্যান-ফলোয়ার এবং দর্শকরা নতুনভাবে আমাকে স্ক্রিনে দেখবেন।’