চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা ডিবি পুলিশ দর্শনার শলুয়া গ্রামের সড়ক থেকে ১১ কেজি রুপার গহনা সহ ফরহাদ হোসেন (২৮) ও ফারুক হোসেন(৩২) নামে ২জনকে আটক করেছে। আজ শনিবার দুপুরে এক অভিযান চালিয়ে ডিবি পুলিশ রুপাসহ এদেরকে আটক করে।
আটককৃত ফরহাদ হোসেন দর্শনা থানার রামনগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে ও ফারুক
হোসেন একই থানার সুলতানপুর গ্রামের আঃ বারির ছেলে। ডিবি ওসি আঃ আলিম জানান, ঐদিন বেলা সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা-সরোজগঞ্জের শলুয়া সড়কে ডিবি পুলিশের একটি টিম অবস্থান নেয়। এ সময় দুজন
ব্যাক্তি ডিবি পুলিশ দেখে পালানোর চেস্টা করলে তাদেরকে আটক করা হয়। আটক ব্যাক্তিরা হলো দর্শনা থানার রামনগর গ্রামের নাসির উদ্দীন এর ছেলে ফরহাদ হোসেন (২৮) ও সুলতানপুর গ্রামের আঃ বারির ছেলে ফারুক হোসেন(৩২)। পরে তাদের হাতের ব্যাগ থেকে ১১ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার (সার্কেল) জাকিয়া সুলতানা জানান উদ্ধারকৃত রুপারমুল্য ১১ লক্ষ টাকা ধরে দর্শনা থানায় মামলা দেয়া হয়েছে।