মিরপুর প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটাপড়ে আলতা বেগম (৬৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গেটপাড়া-মাধবপুর নামক স্থানে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সে। নিহত আলতা বেগম উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত তাজউদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেল লাইনের উপর ছাগল চরানোর সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, রবিবার সকাল ৯টার দিকে মাধবপুর গ্রামে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আলতা বেগম মারা যান। খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশ ট্রেন লাইন থেকে তার লাশ উদ্ধার করে। পরিবারের অনাপত্তির কারণে ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
