মো রাসেল সরকার গজারিয়া (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহমেদ’কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আছর উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী প্রমুখ।
জানা যায়, বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে ঢাকা ক্যান্টনমেন্টস্থ সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইন্তেকাল করেন তিনি।