জাহাঙ্গীর আলম সবুজ ,গাংনী মেহেরপুর :
মেহেরপুরের গাংনীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু’ র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম।
সভায় উপস্থিত সকলের পারস্পরিক আলোচনার ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুচিন্তিত মতামত সুপারিশ মালা আকারে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়। এ আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সুপ্রভা রানী, গাংনী থানার পুলিশ পরিদর্শক মনোজিৎ কুমার নন্দী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।