Tuesday , February 11 2025
You are here: Home / রাজশাহী ও রংপুর / টানা ১১ দিন তাপপ্রবাহের পর রাজশাহীতে স্বস্তির বৃষ্টি
টানা ১১ দিন তাপপ্রবাহের পর রাজশাহীতে স্বস্তির বৃষ্টি

টানা ১১ দিন তাপপ্রবাহের পর রাজশাহীতে স্বস্তির বৃষ্টি

রাজশাহী প্রতিনিধি:  দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে রাজশাহীতে। মঙ্গলবার (১৬ মে) বিকেল ৫টার দিকে মুষলধারে বৃষ্টি নামে। সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে।

আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক এসএম রেজানুল হক।

তিনি বলেন, ৫ মে সর্বশেষ রাজশাহীতে বৃষ্টি হয়েছিল। ওইদিন বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল ৪ দশমিক ৪ মিলিমিটার। আজ রাজশাহীতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এখনো বৃষ্টি চলছে।

এদিকে বৃষ্টির কারণে গরমে হাঁসফাঁস জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। আবহাওয়ায় এসেছে শীতলীকরণ। তবে বৃষ্টির কারণে রাজশাহীর প্রধান প্রধান সড়কের কমেছে যানবাহন। আর কৃষি বিভাগ বলছে, পাকা ধানের কিছুটা ক্ষতি হলেও আমের জন্য সুফল বয়ে আনবে বৃষ্টি।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!