Wednesday , March 19 2025
You are here: Home / বিদেশ / প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে টিকটক নিষিদ্ধ করলো মন্টানা
প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে টিকটক নিষিদ্ধ করলো মন্টানা

প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে টিকটক নিষিদ্ধ করলো মন্টানা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। রাজ্যের গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট বুধবার এই নিষেধাজ্ঞায় সই করেছেন। আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে নিষেধাজ্ঞা।

এর মধ্যে দিয়ে ব্যক্তিগত ডিভাইস থেকে চীনা মালিকানাধীন মিডিয়া জায়ান্ট টিকটক নিষিদ্ধ করার প্রথম মার্কিন রাজ্য হতে চলেছে মন্টানা।

টিকটক কর্তৃপক্ষ অবশ্য বলছে, এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে মন্টানার লাখ লাখ মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে রাজ্য সরকার। টিকটক এই আইনকে আদালতে চ্যালেঞ্জ করবে বলে আশা করা হচ্ছে।

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য টিকটক চীন সরকারের কাছে পাঠাচ্ছে, বিশ্বজুড়ে এমন উদ্বেগের মধ্যেই এই সিদ্ধান্ত নিলো মন্টানা রাজ্য সরকার।

রিপাবলিকান নেতা জিয়ানফোর্টে বলেন, ‘এ ধরনের নিষেধাজ্ঞার ফলে চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি থেকে মন্টানাবাসীরা রক্ষা পাবে’।

মন্টানার আইনপ্রণেতারা গত মাসে ৫৪- ৪৩ ভোটে ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার একটি বিল পাস করেন। এ আইনের ফলে অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টগুলোকে তাদের অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে নিতে হবে।

১০ লাখ জনসংখ্যার রাজ্য মন্টানায় গত ডিসেম্বরে সরকারি ডিভাইসে অ্যাপটিকে নিষিদ্ধ করা হয়েছিল।

টিকটক জানায়, যুক্তরাষ্ট্রে তাদের ১৫০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। এটি কিশোর এবং তরুণদের কাছে হালের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। তবে মার্কিন সরকার অ্যাপটিতে নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মনে করে।

মন্টানায় অ্যাপটি ব্যবহারে জরিমানা কেবল বিভিন্ন প্রতিষ্ঠানের বেলায় প্রযোজ্য; ব্যক্তি ব্যবহারকারীর জন্য নয়। আইন অমান্য করলে প্রতিষ্ঠানকে ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা করতে পারবে মন্টানার বিচার বিভাগ।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!