চুয়াডাঙা প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেসার্স মাহিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকির সময় এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মাহিন এন্টারপ্রাইজের এক গাড়ি লেবেলবিহীন ময়দা জব্দ করা হয়। লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মালিক কবির উদ্দিন মিন্টুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।