রাজশাহী প্রতিবেদক: অনুমতি না নিয়ে পদযাত্রা করার ঘোষণার পর থেকেই তালাবদ্ধ ছিল রাজশাহী নগরীর মালোপাড়ায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়। বুধবার (২৪ মে) তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপির নেতারা।
বিকেল ৩টার দিকে তালা ভেঙে তারা কার্যালয়ে প্রবেশ করেন বলে জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ।
তিনি বলেন, ‘মঙ্গলবার (২৩ মে) বিএনপি পদযাত্রার অনুমতি না পেলে কার্যালয় ঘিরে রাখে পুলিশ। এরপর বুধবার সকালে আমরা কার্যালয়ে গেলে তা তালাবদ্ধ অবস্থায় পাই। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশ আমাদের বলে, এটি তারা মারেননি। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছি।’
এর আগে সকালে বিএনপি কার্যালয়ের সামনে আগের দিন রাখা পুলিশের ব্যারিকেড তুলে দেওয়া হয়। তবে কার্যালয়ের সামনে অবস্থান করছিল কিছু পুলিশ।