জিয়ারত জুয়েলঃ টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাব টাঙ্গাইল শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল পুলিশ লাইস-এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইলের সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. লুৎফুন নেছা বারি, অধ্যাপক তরুণ ইউসুফ, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান শিশির, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়কারী মুসলিম উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা হারুন অর রশিদ জানান, প্রকৃতি রক্ষার্থে বৃক্ষরোপনের বিকল্প নেই তাই টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে অন্তত পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হবে।