Sunday , April 20 2025
You are here: Home / ঢাকা ও ময়মনসিংহ / সপ্তাহের শেষ কার্যদিবসে রাজধানীতে যানজট
সপ্তাহের শেষ কার্যদিবসে রাজধানীতে যানজট

সপ্তাহের শেষ কার্যদিবসে রাজধানীতে যানজট

নিজস্ব প্রতিবেদক:  সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে বিকেলে অফিস শেষে বেড়েছে যানজট। সাপ্তাহিক ছুটির আগে এদিন মূলত ঢাকায় যানজট বেশি থাকে। অনেকে অফিস শেষে গ্রামের বাড়ি যান। আবার অনেকে নানা কাজে বাইরে বের হন।

অফিস শেষে ধানমন্ডি থেকে সায়েদাবাদ যাওয়া মো. আসাদুজ্জামান বলেন, অফিস শেষ করে বাড়ি যাচ্ছি। জরুরি কাজ আছে। ধানমন্ডি থেকে বাসে উঠেছি। সায়েন্সল্যাবে যানজটে পড়েছি। দেড় ঘণ্টা সময় লেগেছে যাত্রাবাড়ী যেতে। ফরহাদ নামের আরেক যাত্রী বলেন, সদরঘাট থেকে শান্তিনগর আসতে এক ঘণ্টা সময় লেগেছে। গুলিস্তান-পল্টনে জ্যামের কারণে দেরি হয়েছে।

তাদের মতো বৃহস্পতিবার অফিসগামী বা অফিস শেষে প্রায় সবাইকে যানজটে পড়তে হয়েছে। সায়েন্সল্যাব, কাঁটাবন, শাহবাগ, মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান, মগবাজার মোড় প্রতিটি সিগন্যালেই দেখা গেছে যানজট। এদিকে মিরপুর, ফার্মগেট, বিজয় সরণি, তেজগাঁওয়ের মোড়ে সকাল থেকেই যানবাহনের চাপ ছিল। মতিঝিল, কমলাপুর, খিলগাঁও, মানিকনগর এলাকায়ও ছিল যানবাহনের চাপ। সকালে কলাবাগান থেকে পুরান ঢাকায় অফিস করতে যাওয়া আফিফ বলেন, ১৫ মিনিটের রাস্তা। অথচ মোটরসাইকেলে যেতে লেগেছে প্রায় এক ঘণ্টা।

সপ্তাহের শেষদিনে রাস্তায় যানজট কিছুটা বেশি থাকে বলে জানান চালকরা। গুলিস্তানে ভিক্টর পরিবহনের এক চালক বলেন, পল্টন, কাকরাইল, রামপুরা এসব জায়গায় প্রতি বৃহস্পতিবারই যানজট থাকে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!