তাবারক হোসেন, কালকিনি: মাদারীপুরের ডাসারে থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করেছে। গত বুধবার রাতে পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকা থেকে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।
তারা হলেন, ওই এলাকার নাজের হাওলাদারের ছেলে মোঃ শহিদুল হাওলাদার(৫৫), মোজাফর মোল্লার ছেলে রকিব মোল্লা(২৫), শাজাহান বেপারীর ছেলে রিশাদ বেপারী(১৯), মোকছেদ বেপরীর ছেলে ইউসুব বেপারী(৩৮), বোদাই মোল্লার ছেলে নাসির মোল্লা(৩০), আব্দুল রব হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার(২৭)।এসময় নগদ অর্থ, সিগারেটের প্যাকেট ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চালিয়ে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম মাইজপাড়া আখি মেম্বারের বাড়ীতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে পুলিশ
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে।পরে বুধবার থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।