Sunday , November 10 2024
You are here: Home / চট্টগ্রাম ও সিলেট / দুই বাস আটকে গিয়ে চললো কিছুক্ষণ, পরে মাইক্রোকে ধাক্কা, আহত ৩০
দুই বাস আটকে গিয়ে চললো কিছুক্ষণ, পরে মাইক্রোকে ধাক্কা, আহত ৩০

দুই বাস আটকে গিয়ে চললো কিছুক্ষণ, পরে মাইক্রোকে ধাক্কা, আহত ৩০

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় দুটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে। এসময় বাসের যাত্রী, পথচারী, শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতাল ও মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নিলুফা আক্তার মাসুদা নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

খবর পেয়ে আহতদের দেখতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মিরসরাই সদরের ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা দিয়ে আটকে যায় সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাস। এভাবে বাস দুটি চলতে থাকে। কিছুদূর যাওয়ার পর মিরসরাই সরকারি মডেল স্কুলের সামনে আটকে যাওয়া শ্যামলী বাস থেকে ছুটতে বাম দিকে মোড় নিলে সঙ্গে সঙ্গে সড়কের পাশে পার্কিং করা দুটি মাইক্রোকে চাপা দেয় সিডিএম বাস। এসময় স্কুলের দেওয়ালের সঙ্গে আটকে বেশ কয়েকজন পথচারী এবং বাসে থাকা যাত্রীরা আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ রায়হান বলেন, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজকে চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!