আহসান হাবীব, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ : প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের আকারী পাড়া গ্রামে মরিচার বিলে গোসল করতে গিয়ে জব্দুল নামে এক বৃদ্ধ ডুবে মারা গেছে।
মৃত বৃদ্ধ হচ্ছে, বারঘরিয়া ইউনিয়নের আকারী পাড়া গ্রামের মরিচার বিলের মৃত আব্বাস বিশ্বাসের ছেলে মো. জব্দুল (৬৭)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বৃদ্ধ জব্দুল বাড়ির সামনে মরিচার বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
পরবর্তীতে স্থানীয়রা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে মাছ ধরা জালের মাধ্যমে মৃত জব্দুলকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ ঘটনায় সদর মডেল থানায় আইন অনুযায়ী একটি ইউডি মামলা করা হয়।