আল আমিন মুন্সী, নরসিংদী : নরসিংদীর বেলাবতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফায়জুর রহমান (৪০) নামে এক ট্রাক চালক নিহত ও আহত হয়েছে আরো দুইজন। গতকাল শুক্রবার সকালে ( ৬ সেপ্টেম্বর) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জঙ্গুয়া-নোয়াকান্দি বাজারের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত সুনামগঞ্জ জেলার বিরাই উপজেলার ছৌয়ব আলী ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সিলেটের সুনামগঞ্জ থেকে একটি মালবাহী ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো। বেলাব নারায়ণপুর ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা মুখি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। মুহূর্তের মধ্যেই দুইটি ট্রাক রাস্তার পাশে গিয়ে ছিটকে পড়ে। এতে দুইটাকের চালক ও হেল্পার আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রাক চালক ফয়জুল মারা যায়। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) তানভীর আহমেদ, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন ট্রাক ড্রাইভার মারা গিয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।