মান্না মুৎসুদ্দী, দীঘিনালা প্রতিনিধি : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহমুদা বেগম লাকী।
শুক্রবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সহকারী কমিশনার ভূমি আবুল হাসনাত খাঁন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিমো চাকমা, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা (কালাধন) প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমসহ অতিথিরা মাহমুদা বেগম লাকীকে উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মাননা প্রদান করেন৷