Saturday , April 19 2025
You are here: Home / খুলনা ও বরিশাল / টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান পিপিএম
টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান পিপিএম

টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান পিপিএম

মোঃ আমিরুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রতিনিধি ঃ টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড করলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। রেঞ্জ ডিআইজি, খুলনা কার্যালয়ের কনফারেন্স রুমে ০৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জের অভিভাবক ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এরর সভাপতিত্বে সেপ্টেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর/২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই এর কৃতিত্ব অর্জন করে জেলা পুলিশ, সাতক্ষীরা। এর মাধ্যমে পুলিশ সুপার, সাতক্ষীরা কাজী মনিরুজ্জামান পিপিএম টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছে যা খুলনা রেঞ্জের ইতিহাসে বিরল। খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এর নিকট হতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম ‘শ্রেষ্ঠ জেলা’, মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ‘শ্রেষ্ঠ সার্কেল’, মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, সাতক্ষীরা ‘শ্রেষ্ঠ থানা’, এসআই(নিঃ)/নুর ইসলাম, কলারোয়া থানা, সাতক্ষীরা ‘শ্রেষ্ঠ এসআই’ এবং এএসআই(নিঃ)/আলমগীর হোসাইন, কলারোয়া থানা, সাতক্ষীরা ‘শ্রেষ্ঠ এএসআই’এর পুরস্কার গ্রহণ করেন। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো: নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ নওরোজ হাসান তালুকদার সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ (পুলিশ সুপার)।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!