আব্দুল মাজেদ শফিক,লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ সিরিয়াল আর সিরিয়াল, সকল বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের দীর্ঘ সারি, ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যাপক হারে। লক্ষ্মীপুর সদর হসপিটালের এরকম চিত্র দেখে অবাক হওয়ারই কথা। ৮ অক্টোবর রবিবার সদর হসপিটালে বিভিন্ন বিভাগের,চিকিৎসকের কাছ থেকে সেবা নিতে আসা রোগীদের দীর্ঘ সারিতে,শ্বাস রুদ্ধকর অবস্থা। বিভিন্ন বয়সী নারী পুরুষ চিকিৎসার আগ্রহীরা চরম দুর্ভোগে পড়তে হয়। আবার রোগী দেখা শেষ হোক বা দীর্ঘস্থায়ী থাকুক চিকিৎসকরা নির্দিষ্ট সময় কর্মস্থল ত্যাগ করে চলে যাওয়ার ঘটনা ঘটে। শিশুদের নিয়ে দীর্ঘ সাড়িতে দাঁড়িয়ে থাকা মায়েদের অস্বস্তিকার পরিস্থিতি সৃষ্টি হয়। এতে চিকিৎসার পরিবর্তে আরো ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। শিশু, কাহিনী,বক্ষ ব্যাধী ও মেডিসিনসহ সকল বিভাগের দরজার সামনে শত শত রোগীর দীর্ঘ সারি লক্ষ্য করা যায় প্রায় প্রতিদিন। দীর্ঘ প্রতিরক্ষার পর চিকিৎসকের পরামর্শ ক্রমে পরীক্ষা নীরিক্ষা জন্য প্যাথলজিতে আসলে আজকের জন্য সময় শেষ বলে তাড়িয়ে দেয় রোগীদের। আউটডোর রোগীর পাশাপাশি ভর্তি রোগীদেরও সমস্যার অন্ত নেই। শয্যা সংকটও অধিক দুর্ভোগ। উক্ত বিষয়ে লক্ষ্মীপুর সিভিল সার্জন আহমেদ কবির বলেন, জনবল ও চিকিৎসক সংকটে রয়েছি আমরা দীর্ঘদিন,যার জন্য রোগীরা দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয়। বর্তমানে লক্ষ্মীপুর সদর হসপিটালে চিকিৎসারমান বৃদ্ধি পাওয়ায় রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আউটরে একজন রোগীও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার কথা না। এসব বিষয়ে আমার যথেষ্ট নজর রয়েছে। আর টুকিটাকি সমস্যার বিষয়ক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
