বিনোদন ডেস্ক : ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই নিজগৃহে আজ (১৫ অক্টোবর) খুন হয়েছেন। জানা গেছে, তার স্ত্রীও একই সঙ্গে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারা দুজনে ঘাতকদের ছুরিকাঘাতে খুন হয়েছে বলে ‘ডেট লাইন’ নামের একটি শোবিজভিত্তিক নিউজ পোট্রালের খবরে জানা গেছে।
নিউজ এজেন্সি আইআরএনএ- সেদেশের বিচার বিভাগের কর্মকর্তা হোসেইন ফাজেলির সূত্রে জানিয়েছে, মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদীফার গলায় ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে।