নিজস্ব প্রতিবেদক : পরিবেশ স্বেচ্ছাসেবীর শিখন কৌশল, দক্ষতা ও সুবিধাদিসহ নানান বিষয় নিয়ে আজ শনিবার ১৮ মে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিশেষ কর্মশালা। কর্মশালাটির উদ্বোধন করেন সুইডেন অ্যাম্বাসির পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি এবং সামাজিক উন্নয়ন কর্পোরেশনের উপপ্রধান নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন. বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, নেচার কনসারভেসন ম্যানেজমেন্ট ও রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারসহ ১৪ টি পরিবেশবাদী সংগঠন যৌথভাবে এ আয়োজন করেন।
এ কর্মশালায় বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন জার্মানভিত্তিক গবেষনা সংস্থা পটসডেম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেইঞ্জ রিসার্চের বিজ্ঞানী মোহাম্মদ মফিজুর রহমান, রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, লেখক ও লাইফ কোচ মাশাহেদ হাসান সীমান্ত, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী।
সমাপনী পর্বে নেচার কনজারভেসন ম্যানেজমেন্টের পরিচালক রশিদুজ্জামান রাশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবেশ,বন ও জরবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি প্রকৌশলী মো. হাবিবুর রহমান, কর্ণফুলী সুরক্ষা পরিষদের সম্পাদক শেখ দিদারুল ইসলাম চৌধুরী ও এম এন্ড জে গ্রুপের প্রতিনিধি সাঈদ চৌধুরী।