Monday , April 29 2024
You are here: Home / চট্টগ্রাম ও সিলেট / বাংলাদেশিসহ তুরস্কে বোটডুবি, মৃত ৭, উদ্ধার ৬৪

বাংলাদেশিসহ তুরস্কে বোটডুবি, মৃত ৭, উদ্ধার ৬৪

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসী বহনকারী একটি বোট ডুবে গেছে তুরস্কের পূর্বদিকে লেক ভ্যানে। এতে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬৪ জনকে। তবে নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়, ওই হ্রদটি বিটলিস প্রদেশে অবস্থিত। সেখানকার গভর্নর অফিস থেকে বলা হয়েছে, বোটটি উত্তর দিকে আদিলসেভাজ জেলার দিকে অগ্রসর হচ্ছিল। স্থানীয় সময় তখন রাত তিনটা।

এ সময় অকস্মাৎ ডুবে যায় তা। এই লেক বা হ্রদটি ইরান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়ে অভিবাসীরা নিয়মিত তুরস্কে যাতায়াত করে। এরপর তাদের গন্তব্য থাকে পশ্চিম দিকে ইউরোপ। তবে ওই বোটের অভিবাসীরা কেন বোটে উঠেছিলেন তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেন নি। ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া গেছে ৫ জনকে। দু’জন মারা গেছেন হাসপাতালে। বাকি ৬৪ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ও বিভিন্ন আশ্রয়ে রাখা হয়েছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!