Monday , April 29 2024
You are here: Home / খুলনা ও বরিশাল / ভেড়ামারায় মাদক হিসেবে ওষুধ বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড
ভেড়ামারায় মাদক হিসেবে ওষুধ বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

ভেড়ামারায় মাদক হিসেবে ওষুধ বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় পেসক্রিপশন ছাড়া ট্যাপেন্টা, পেন্টাডল ও সমজাতীয় ওষুধ মাদক হিসেবে বিক্রির দায়ে ফার্মেসী মালিক আনিছুর রহমান (৪২) ও ক্রেতা মাদকসেবী রবিউলকে (৪০) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার ক্ষেমিড়দিয়াড় গ্রামে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন ইউএও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, ভেড়ামারা শহরের ফারাকপুর রেলগেটের ফার্মেসী মালিক আনিছুর রহমানের ক্ষেমিড়দিয়াড় গ্রামস্থ বাড়ি থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টা, পেন্টাডল ও সমজাতীয় ওষুধ উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে কিনে নেশা হিসেবে সেবনকারী রবিউলকে আটক করা হয়। এসময় উদ্ধারকৃত ওষুধ জব্দ করা হয়। পরে ওষুধ মাদক হিসেবে বিক্রি করার অপরাধে ক্ষেমিড়দিয়াড় গ্রামের ইয়াকুব আলী শেখ’র ছেলে আনিছুর রহমানকে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই গ্রামের মৃত ছমির উদ্দিন’র ছেলে মাদকসেবী রবিউলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!