Monday , April 29 2024
You are here: Home / Uncategorized / কুষ্টিয়া জেলা প্রশাসকের হাতে জেলা পরিষদ চেয়ারম্যানের চেক হস্তান্তরঃ করোনা
কুষ্টিয়া জেলা প্রশাসকের হাতে জেলা পরিষদ চেয়ারম্যানের চেক হস্তান্তরঃ করোনা

কুষ্টিয়া জেলা প্রশাসকের হাতে জেলা পরিষদ চেয়ারম্যানের চেক হস্তান্তরঃ করোনা

আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহব্বানে, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম মহোদয়, জেলা পরিষদের আর্থিক তহবিল হতে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এর হাতে ১০(দশ) লক্ষ টাকার চেক প্রদান করেন। (নোভেল-১৯) করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে চলছে দুঃসময়। উন্নত দেশগুলো যেখানে এই অচলাবস্থা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশের দিন এনে দিন খাওয়া মানুষগুলোর অবস্থা ভাবা যাচ্ছেনা। সারা দেশে অচলাবস্থা বিরাজ করায় কাজে বের হতে পারছেনা দিনমজুরেরা। কাজের অভাবে ঘরে বসে না খেয়ে থাকতে হচ্ছে পুরো পরিবার নিয়ে৷ দেশের এমন বৈশ্বিক এই বিপর্যয়ের কঠিন পরিস্থিতিতে বর্তমান দেশ ব্যাপি করোনা ভাইরাসের ভয়াল আক্রমণে কর্মজীবী মানুষ হঠাৎ কর্মহীন হয়ে পড়ার কারনে প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা ৩১মার্চ সকালে দেশের সকল জেলার মানুষের খোজ নিতে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে ভিডিও কনফারেন্স হয়।
উক্ত ভিডিও কনফারেন্স শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের হাতে জেলা পরিষদের চেয়ারম্যান চেক হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক মৃনাল কান্তি দে, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মোঃ মনিরুজ্জামান, সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয় এনডিসি জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম প্রমুখ।
চেক হস্তান্তরের সময়, হাজী রবিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আহব্বানে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে সাধ্য অনুযায়ী সহযোগিতা করছি। তিনি আরো বলেন, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি (মহোদয়) এর নির্দেশনা রয়েছে, কুষ্টিয়ার কোন ব্যক্তি যেনো না খেয়ে থাকে। এ যাবৎ যা কিছু উন্নয়ন হয়েছে সবই হানিফ এমপি মহোদয়ের জন্য, এবারের এই করোনা আতঙ্কে অনেকে ঘর থেকে বের হতে পারছে না। দিনমজুর ব্যক্তিরা অনাহারে রয়েছে তাদের সহযোগিতার জন্য সর্বাত্তক চেষ্টা করছি।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!