Friday , May 3 2024
You are here: Home / ঢাকা ও ময়মনসিংহ / ময়মনসিংহে এপিবিএন সদস্যের করোনা পজিটিভ, ৪৩৪ সদস্য কোয়ারেন্টাইনে
ময়মনসিংহে এপিবিএন সদস্যের করোনা পজিটিভ, ৪৩৪ সদস্য কোয়ারেন্টাইনে

ময়মনসিংহে এপিবিএন সদস্যের করোনা পজিটিভ, ৪৩৪ সদস্য কোয়ারেন্টাইনে

ময়মনসিংহের মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাকে ময়মনসিংহ সূর্যকান্ত (এসকে) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুই জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। একজন মুক্তাগাছার পুলিশ কনস্টেবল অপরজন জামালপুরের মাদারগঞ্জের বাসিন্দা।

এদিকে এ ঘটনার পর সন্ধ্যায় মুক্তাগাছা এপিবিএনের ৪৩৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রেখে আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের করোনা পজিটিভ হওয়ায় ৪৩৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রেখে আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এপিবিএনের ওই সদস্য গত মাসের শেষ দিকে ঢাকার স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন) থেকে বদলি হয়ে ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-এ যোগদান করেন। তাকে এসকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!