Saturday , May 18 2024
You are here: Home / খেলাধুলা / দ্বিপক্ষীয় সিরিজে ভারত না খেলায় পাকিস্তানের ক্ষতি ৯০ মিলিয়ন ডলার
দ্বিপক্ষীয় সিরিজে ভারত না খেলায় পাকিস্তানের ক্ষতি ৯০ মিলিয়ন ডলার

দ্বিপক্ষীয় সিরিজে ভারত না খেলায় পাকিস্তানের ক্ষতি ৯০ মিলিয়ন ডলার

পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত দ্বিপক্ষীয় সিরিজের একটিও খেলেনি ভারত। রাজনৈতিক বৈরিতায় এমনটি হওয়ায় এর মাশুল দিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই! এই সিরিজগুলি না খেলাতে ৯০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭৬৪ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২শ’ টাকা!
এই ক্ষতিটা হয়েছে আসলে মিডিয়া স্বত্ব বাবদ। এই সংক্রান্ত সর্বশেষ যে চুক্তিটি পিসিবি করেছিল, তার মেয়াদ শেষ হয়েছে এই মাসে। যে চুক্তির অধীনে ভারতের সঙ্গে পাকিস্তানের দুটি হোম সিরিজও অন্তর্ভুক্ত ছিল।

১৪৯ মিলিয়ন ডলারের এই চুক্তির শর্তেই ছিল, ভারতের সঙ্গে সিরিজগুলি হবে। দুর্ভাগ্যবশত সেটি না হওয়ায় ৯০ মিলিয়ন ডলার কেটে রেখেছে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো। পিটিআইকে এমন তথ্য দিয়েছেন পিসিবির একটি বিশ্বস্ত সূত্র, ‘দুর্ভাগ্যবশত ভারতের সঙ্গে পাকিস্তান দুটি হোম সিরিজ আয়োজনে ব্যর্থ হয়েছে। এর ফলে টেন স্পোর্টস, পিটিভি ও বাকি দুই ব্রডকাস্টার, যারা স্বত্ব কেনেছিল, তারা মোট অর্থ থেকে ৯০ মিলিয়ন ডলার কেটে রেখে দিয়েছে।’

দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলেনি ভারত। মূলত ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই পূর্ণাঙ্গ কোনো সিরিজ খেলা হয়নি দুই দেশের। তাই ভারত-পাকিস্তান সাধারণত মুখোমুখি হয়ে থাকে বৈশ্বিক কোনো ক্রীড়া ইভেন্টেই।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!