Sunday , May 5 2024
You are here: Home / Uncategorized / দৌলতপুরে প্রতারনার দায়ে ১ জনের ৬ মাসের জেল
দৌলতপুরে প্রতারনার দায়ে ১ জনের ৬ মাসের জেল

দৌলতপুরে প্রতারনার দায়ে ১ জনের ৬ মাসের জেল

দৌলতপুর  প্রতিনিধি ঃ

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতারনার দায়ে বিপ্লব (৩০) নামে ১ জনের ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে শনিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজগর আলী। জানাগেছে সরকার ঘোষিত বিশেষ সহায়তার ২৫ শত টাকা মোবাইলে পাইয়ে দেয়ার জন্য দৌলতপুরের প্রায় শতাধিক নিরিহ ব্যক্তির নিকট থেকে ব্যাংক একাউন্ট খোলার নাম করে ১১শত টাকা করে নিয়ে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপির পারশিতলাই গ্রামের তাজুল ইসলামের পুত্র বিপ্লব (৩০) টাকা আদায় করে পালিয়ে যায় এ অভিযোগের ভিত্তিতে শনিবার দৌলতপুর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর অফিনে বিপ্লবকে হাজির করে দূযোগ ব্যবস্থাপনা আইন ও ২৪শত টাকা অর্থ দন্ড প্রদান করেছে।

দৌলতপুরে আকিজ বিড়ি ফ্যাক্টরীতে নকল ব্যান্ডরোল সহ ২জন কে অর্থ দন্ড।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি ফ্যাক্টরীতে কর্মরত দ্ইু শ্রমিক আজিম (২৮) শফি (৩৫) কে ভ্রাম্যমান আদালত শনিবার রাতে অভিযান চালিয়ে আটক করে। জানাগেছে দীর্ঘদিন থেকে আকিজ বিড়ি ফ্যাক্টরীতে নকল বিড়ির ব্যান্ডরোল ব্যবহার করে আসছে এই অভিযানের ভিত্তিতে শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড মোঃ আজগর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই শ্রমিক আকট করে ১৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!