Saturday , May 18 2024
You are here: Home / জাতীয় / রিজেন্ট সাহেদের বিরুদ্ধে ১৪০ প্রতারণার অভিযোগ
রিজেন্ট সাহেদের বিরুদ্ধে ১৪০ প্রতারণার অভিযোগ

রিজেন্ট সাহেদের বিরুদ্ধে ১৪০ প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের সাহেদ করিম বিরুদ্ধে এখন পর্যন্ত ১৪০টি অভিযোগ জমা পড়েছে। সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য জানান।

আজ রোববার সংবাদ সম্মেলনে আশিক বিল্লাহ জানান, র‌্যাবের হটলাইন নম্বরে ১২০ ও ইমেইলে ২০ টি অভিযোগ এসেছে।

র‌্যাব বলছে অভিযোগের মধ্যে আছে, সরকারি চাকরি ও বদলির কথা বলে টাকা আদায়, বালু ভরাট, রড, সিমেন্ট, বিটুমিন সরবরাহকারীকে টাকা না দেওয়া, ব্যাংক থেকে ঋণ সংক্রান্ত অভিযোগ, রিকশাভ্যানের ভুয়া সনদ, হাসপাতালে অতিরিক্ত অর্থ আদায়। অভিযোগকারীদের অনেকেই প্রবাসী। রিজেন্টের কর্মীদের অনেকে বেতন না পাওয়ারও অভিযোগ করেছেন।

র‌্যাবের হটলাইন আরও দুই থেকে তিন দিন চালু থাকবে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব ভুক্তভোগীদের আইনি সহায়তা দেবে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!