Friday , April 26 2024
You are here: Home / Uncategorized / আঞ্চলিক খবর / কুমারখালীর বাঁশগ্রামে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ধান কেটে নিয়েছে জোতদাররা
কুমারখালীর বাঁশগ্রামে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ধান কেটে নিয়েছে জোতদাররা

কুমারখালীর বাঁশগ্রামে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ধান কেটে নিয়েছে জোতদাররা

ষ্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার কুমারখালী বাশগ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খাঁ (জামাল) এর নেতৃত্বে একদল দূর্বৃত্তরা ঢাকা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম ও তার পরিবারের পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে গেছে। বুধবার সকালে দূর্বৃত্তরা ঢাল, সড়কি, রামদা, কাচি, ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক বাশগ্রাম মৌজার আর এস ২৪৭ খতিয়ানের ৩৯৭৯ নং দাগের ২৩ শতক জমিতে প্রবেশ করে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার পাকা ধান কেটে নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খাঁ (জামাল) ঢাকা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজনের ক্ষতি করার মানসে স্থানীয় সস্ত্রাসী মৃত এলাম উদ্দিন বিশ্বাসের দুই পুত্র মিজান ও শুকুর আলীকে লেলিয়ে দিয়ে নানাভাবে ক্ষতি করে চলছে। ধান কেটে নিয়ে যাওয়ার সময় জমি মালিকের পক্ষ থেকে সুজনুর রহমান বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। উল্লেখ্য, এ সন্ত্রাসীরা ইতিপূর্বে একই জমি মালিকদের বাগান থেকে কাঠাল কেটে নিয়ে যায়। এ বিষয়ে জমি মালিকদের পক্ষ থেকে সুজনুর রহমান বাদী হয়ে কুমারখালী থানায় একটি জিডি করে, যার নং ৬৪৮, তাং-১৭/৭/২০২০ ইং। এ বিষয়ে ঢাকা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম জানান, জমিতে সন্ত্রাসীদের কোন স্বার্থ, শর্ত, হক না থাকলেও শুধুমাত্র স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগসাজশী করে আমাদের ক্ষতি করার মানসে এহেন অপরাধ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আলাউদ্দিন খাঁ (জামাল) এর সাথে যোগাযোগ করতে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। আইনজীবী শফিকুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!