Sunday , April 28 2024
You are here: Home / জাতীয় / ধানের শীষ পেটের বিষ: কাদের
ধানের শীষ পেটের বিষ: কাদের

ধানের শীষ পেটের বিষ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে এদেশের মানুষ ফিরে পেতে চায় না। ধানের শীষ মানুষ এখন চায় না। ধানের শীষ পেটের বিষ। ধানের শীষের আরেক নাম পেটের বিষ। মানুষ এখন বলে সাপের বিষ।

শনিবার (১১ মার্চ) বিকেল ৩টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘খেলা হবে, জোরদার খেলা’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা আন্দোলনে হবে, নির্বাচনে হবে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে।’

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষ খুশি হলে বিএনপির ভোট কমে যায়। এতদিন দৌড়াতে দৌড়াতে বিএনপি এখন দাঁড়িয়ে গেছে। পথ হারিয়ে বিএনপি মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। বিএনপি এখন দিশোহারা, ফান্দে পড়িয়া বগা কান্দে। দিশেহারা বিএনপি এখন চোখে অন্ধকার দেখছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘অন্তর্জ্বালায় বিএনপির এখন রাতের ঘুম হারাম। অন্তর্জ্বালা বাড়ে শেখ হাসিনার উন্নয়ন দেখলে। কী করে পদ্মা সেতু হলো, কী করে মেট্রোরেল হলো? তাদের অন্তরে জ্বালা জ্বালা। উন্নয়ন দেখলে বিএনপির অন্তর্জ্বালা বেড়ে যায়। জ্বালায় জ্বালায় বিএনপি আজ দিশেহারা।’

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, মির্জা আজম, সদস্য মারুফা আখতার পপি, সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপিতত্বে বিভাগীয় জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!