Saturday , May 11 2024
You are here: Home / Uncategorized / কুমারখালীতে বিএনপির সাত নেতাকর্মী গ্রেপ্তার

কুমারখালীতে বিএনপির সাত নেতাকর্মী গ্রেপ্তার

 

 

কুমারখালী প্রতিনিধি: পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির ৭ নেতাকর্মীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার সকালে তাঁদেরকে আদালতে পাঠানো হয়। দুপুরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। এরআগে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত বিএনপির নেতাকর্মীরা হলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন (৫৪), উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এমেছ আলী (৪৪), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শরীফুল ইসলাম (৫০), চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ওরফে নয়ন ( ৪৪), চাপড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ফরহাদ হোসেন (৫২), বিএনপির কর্মী মো. জিন্না আলম (৫০) ও সালমান এফ রহমান (৩৮)।
তবে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাথিল মাহমুদ অভিযোগ করে বলেন, পুলিশ মিথ্যে ও সাজানো মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছিল। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন। এমন হয়রানি মামলার তীব্র প্রতিবাদ জানান তিনি।
বিএনপির অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল বলেন, আসামিরা খয়েরচারা এলাকায় গাড়ি ভাঙচুর করছিলেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা হয়েছে। মামলা নং ৩৩। মামলায় মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!