Wednesday , May 1 2024
You are here: Home / চট্টগ্রাম ও সিলেট / সুনামগঞ্জে বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ
সুনামগঞ্জে বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ

সুনামগঞ্জে বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:  বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, বোলাই নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর, বিশম্ভরপুর, মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলের মানুষরা এখনো পানিবন্দি আছেন। নদ-নদীর পানি কমলেও তাদের বসতভিটা থেকে এখনো পানি কমেনি। এমনকি তলিয়ে যাওয়া গ্রামীণ সড়ক থেকেও পানি নামেনি। তাই বাধ্য হয়ে অনেকেই পানির স্রোতকে অতিক্রম করে হাট বাজারে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ছয়-সাত দিনের টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ে। ফলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের পাশাপাশি সুনামগঞ্জ পৌর শহরের নিচু এলাকায় পানি ঢুকে। এরই মধ্যে শহরের নিচু এলাকা থেকে পানি নামলেও নিম্নাঞ্চলে ডুবে আছে। পরিবার নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দিরা। একইভাবে গবাদি পশু নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।

তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দা আলতাব মিয়া বলেন, ঢলের পানি ঘরের ভেতরে। এরপরও ভিটামাটির মায়ায় আশ্রয়কেন্দ্রেও যেতে পারছি না। বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দা আজিজুল মিয়া বলেন, সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। এখন পর্যন্ত কোনো সহায়তা পাইনি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আজকে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!