Wednesday , May 1 2024
You are here: Home / জাতীয় / ইউনাইটেডের আগুন ও কোটিপতিদের বিপন্ন জীবন
ইউনাইটেডের আগুন ও কোটিপতিদের বিপন্ন জীবন

ইউনাইটেডের আগুন ও কোটিপতিদের বিপন্ন জীবন

বিশেষ প্রতিনিধি : রাজধানীর বিলাসবহুল ইউনাইটেড হাসপাতালের করোনাইউনিটের ৫জনের মৃত্যু ঘটেছে বুধবার (২৭ মে) রাতে। ব্যাপক নিরাপত্তাবেষ্টিত একটি পাঁচতারকা হোটেলে রাত ১০টার কাছাকাছি সময়ে এ আগুন নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কেউ মুখ খোলেনি। অন্যদিকে দেশে ইতোমধ্যে বেশ কিছু আলোচিত শিল্পপতি করোনাভাইরানে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, তার স্ত্রী এবং সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ।এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদের মা, ৫ ভাই এবং ছেলে, তার মধ্যে বড় ভাই মোরশেদুল আলম মারা গেছেন।শমরিতা হাসপাতাল, সন্ধানী লাইফসহ বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হাজী মো. মকবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর স্ত্রী করোনায় নিহত হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনায় আক্রান্ত হয়েছেন।

আলোচিত ভিআইপ ব্যক্তিদের নানা স্তরের নিরাপত্তা ও সাবধানতা অবলম্বনের সুযোগ ছিল। তারপরও প্রাণঘাতি করোনা তাদের কাবু করেছে। উন্নত চিকিৎসায় এরা প্রাণে বাঁচবে বলে আমাদের প্রত্যাশা, কিন্তু এর বাইরে সাবেক মন্ত্রী, এমপি, অতিরিক্ত সচিব, প্রশাসন-পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষের জীবন কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশে জীবন ও জীবিকার প্রশ্নে সমাধান না খুঁজে তারা রাস্তায় নেমেছে, লকডাউন তুলে নিয়েছে।কিন্তু সেখানে মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। আমাদের উচিৎ হবে আরো বেশি সচেতন হওয়া, সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!