Sunday , May 5 2024
You are here: Home / ব্রেকিং নিউজ / আজ ৫জুলাই কুষ্টিয়ায় নতুন করোনা শনাক্ত ৩৯
আজ ৫জুলাই কুষ্টিয়ায় নতুন করোনা শনাক্ত ৩৯

আজ ৫জুলাই কুষ্টিয়ায় নতুন করোনা শনাক্ত ৩৯

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ০৫ জুলাই ২০২০ মোট ৩৭০ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৮০, চুয়াডাঙ্গা ৭৬, ঝিনাইদহ ৬৯, মেহেরপুর ৩১, পাবনা ১১, নাটোর ১, নড়াইল ১, কিশোরগঞ্জ ১) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২০ জন, কুমারখালী উপজেলায় ৭ জন, দৌলতপুর উপজেলার ৪ জন, খোকসা উপজেলায় ২জন, মিরপুর উপজেলায় ১ জন ও ভেড়ামারা উপজেলায় ৫ জন মোট ৩৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় ১৭ জন, পাবনা জেলায় ১ জন ও ঝিনাইদহ জেলায় ১৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া মিরপুর উপজেলার ১, চুয়াডাঙ্গা জেলায় ১ জন ও ঝিনাইদহ জেলার ২ জন মোট ৪ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২০ জনের ঠিকানা আইলচারা ১ জন, থানাপাড়া ১ জন, কমলাপুর ১ জন, বটতৈল ১ জন, কানাবিলের মোড় ১ জন, চেচুয়া ১ জন, কালিশংকরপুর ১ জন, কোর্টপাড়া ৩ জন, চৌড়হাস ২ জন, হাউজিং ১ জন, মঙ্গলবাড়িয়া ২ জন, কদমতলা ১ জন, জুগিয়া ২ জন, উদিবাড়ি ১ জন, মোল্লাতেঘরিয়া ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা পূর্ব ভেড়ামারা ১ জন, উপজেলা পাড়া ১ জন, চর দামুড়দিয়া ১ জন, ১৬ দাগ ২ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা গারুরা ১ জন, দৌলতপুর ১ জন, আল্লারদরগা ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা কুমারখালী ১ জন, সারকান্দি ২ জন, বাশগ্রাম ২ জন, শিলাইদহ ১ জন, ছেউড়িয়া ১ জন।

খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা চকহরিপুর ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা পাসপোর্ট অফিস।

ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!