Sunday , May 5 2024
You are here: Home / ঢাকা ও ময়মনসিংহ / গাজীপুরে করোনার ভ্যাকসিন নেওয়ার পরে প্রায় শতা‌ধিক শ্রমিক অসুস্থ্য
গাজীপুরে করোনার ভ্যাকসিন নেওয়ার পরে প্রায় শতা‌ধিক শ্রমিক অসুস্থ্য

গাজীপুরে করোনার ভ্যাকসিন নেওয়ার পরে প্রায় শতা‌ধিক শ্রমিক অসুস্থ্য

তারিক হাসান:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি পোশাক কারখানায় করোনার ভ্যাকসিন নেওয়ার পরে প্রায় শতা‌ধিক শ্রমিক অসুস্থ্য হ‌য়ে‌ প‌ড়ে‌ছে। অসুস্থ্য শ্রমিক‌দের স্থানীয় বি‌ভিন্ন হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়েছে ।

টিকা দেয়ার  ৫ মি‌নি‌টি পর থে‌কেই শ্রমিকরা মাথা ব্যাথা,বমি বমিভাব ইত্যাদি সমস্যা অনুভব করে। প‌রে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে শ্রমিক‌দের বাসায় পা‌ঠি‌য়ে দি‌য়ে‌ছে ।

বৃহষ্পতিবার সকাল থে‌কে গাজীপু‌রের মৌচাক এলাকার সাদমা গ্রু‌পের মৌচাক নীট ক‌ম্পো‌জিট লি‌মি‌টেড কারখানার ‌পোশাক শ্রমিক‌দের সি‌নোফার্মার দ্বিতীয় ডো‌জের টিকা প্রদান করা হয় ।

সাদমা গ্রু‌পের প‌রিচালক মোহাম্মদ সো‌হেল রানা জানায়, টিকা দেয়ার কিছুক্ষণ পর থে‌কে অসুস্থ হওয়ায় তা‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে তা‌দের বাসায় পাঠা‌নো হ‌য়ে‌ছে।

গাজীপুর সিভিল মেডিকেল অফিসার ডাঃএফ এম আহসান উল্লাহ বলেন, এটাকে সাইকোজেনিক ইলনেস বলা হয়।এটা অনেকটা গনহিষ্ট্রিয়ার মত মানষিক সমস্যা জনিত রোগ। একজনের অসুস্থ্য হতে দেখলে অন্যরাও অসুস্থ্য হয়ে পড়ে। শ্রমিকরা অসুস্থ্য হওয়ার পর থে‌কে ঐ কারখানায় টিকা প্রদান সাম‌য়িকভাবে জন্য বন্ধ রাখা হয়। ২-৩ ঘন্টা পর অবস্থা স্বাভাবিক হলে বাকী ৯শতাধিক শ্রমিককে টিকা দেয়া হয়েছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!